1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

ডেঙ্গু জ্বরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে
  • সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এসএসসি পরীক্ষার্থী মো. সিয়াম হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সিয়াম উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশের হাটি গ্রামের সৌদি প্রবাসী জিগির আলী ওরফে সনুমিয়ার ছেলে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়াম হোসেন উপজেলার চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। গত ১১ সেপ্টেম্বর রাতে সিয়াম জ্বর অনুভব করলে পরিবারের লোকজন তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শরাপন্ন হন। পরে বিভিন্ন পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর শনাক্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাভারের এনাম মেডিকল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইসিসিইউতে নিবির পর্যবেক্ষণে রাখা হয়। এরপর গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। সিয়ামের মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার সকাল ১০ টায় দাশেরহাটি গ্রামে জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০