
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম. এ. হাশেম রাজুকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন (আইএইচআরসি) এর প্রধান কার্যালয় স্যান্ডারবার্গ, ডেনমার্ক হতে আইএইচআরসি-এর মহাসচিব স্বাক্ষরিত এক পত্রে জনাব এম. এ. হাশেম রাজুকে বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাজু দীর্ঘদিন যাবত পরিবেশ রক্ষা আন্দোলন ও স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সংগ্রামেও একজন লড়াকু সৈনিক। তাছাড়া তিনি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সংগ্রামে নিবেদিত কর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি চট্টগ্রামের কৃতি সন্তান, চন্দনাইশবাসীর গর্ব।