1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ার নিখোঁজ ইজিবাইক চালকের ১৮দিন পর কঙ্কাল উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৩ বার দেখা হয়েছে

রফিকুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া থেকে নিখোঁজ এর ১৮ দিন পর চুয়াডাঙ্গা জেলা থেকে সবুজ মন্ডল (৩০) নামের ইজিবাইক চালকের গলিত লাশের হাড্ডি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন ঘোড়ামারা ব্রিজের অদুরে একটি পরিত্যাক্ত জঙ্গলের মধ্যে থেকে ইজিবাইক চালকের বস্তা বন্দী গলিত লাশের হাড্ডি কঙ্কাল উদ্ধার করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ। নিহত ইজিবাইক চালক সবুজ কুষ্টিয়া শহরতলীর বাড়াদী এলাকার মুখার্জী সড়ক এলাকার বাচ্চু মন্ডলের ছেলে।
জানা গেছে,কুষ্টিয়ার মিরপুর থানার মামলা নং-১৯, তারিখ-১২/০৭/২০২৩ ইং,আকরাম খাঁ নামের এক অটোচালক হত্যা মামলার আসামি বারখাদা ত্রিমোহনী নজরুল ইসলাম ছেলে জনি হোসেন (২৮) ও বারাদি কানাবিল শফিকুল ইসলাম এর ছেলে তুষার ইসলাম(২১)-কে রিমান্ডে নেয় মিরপুর থানা পুলিশ। মামলার তদন্ত কারী কর্মকর্তা এস.আই সুফল সরকার জানান,আসামিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিখোঁজ অটোচালক সবুজের অটো ছিনতাই ও হত্যার কথা স্বীকার করে আসামী। আসামিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদরে লাশ উদ্ধারে অভিযান চালায় কুষ্টিয়া জেলা পুলিশ। দীর্ঘ সময় অভিযানের একপর্যায়ে আসামিদের দেখিয়ে দেওয়া জায়গা থেকে নিহত অটো চালক সবুজের শরীরের বিচ্ছিন্ন হাড় উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, গত ১৯ আগস্ট কুষ্টিয়ার চৌড়হাস থেকে যাত্রী সেজে অটোতে উঠে কুষ্টিয়ার রেইনিক বাঁধে নিয়ে গিয়ে আটোচালক সবুজকে হত্যা করে তারা। পরে লাশটি বস্তার ভিতর করে একটি অ্যাম্বুলেন্স এর মাধ্যমে চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের সামনে সড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। নিহত অটোচালক সবুজের পরিবারের লোকজন তার লুঙ্গি ও গেঞ্জি দেখে লাশ সনাক্ত করে।এ ঘটনায় এম্বুলেন্স এর ড্রাইভার মিরপুর এর চারুলিয়া এলাকার সরোয়ার প্রামানিকের বাচ্চু প্রামানিক (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও জানা গেছে, গত ১৯ আগষ্ট ভাড়া মারার জন্য ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন সবুজ। পরে আর বাড়ীতে ফেরত আসেন নি। এ বিষয়ে নিখোঁজের একদিন পরে নিখোঁজের মা রেহানা আক্তার কুষ্টিয়া মডেল থানায় একটি জিডি দায়ের করেন যার জিডি নং ১৫৩৭,তারিখ- ২০/৮/২০২৩। তার মুঠোফোনে যোগাযোগ করে তার পরিবার। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তার আর খোঁজ মিলেনা। পুলিশের অভিযানের পর সবুজের লাশ চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০