1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা চালকের চোখে ঘুম.মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু ২৪’র জুলাই-আগস্ট: গৌরব গাঁথায় ১২ শহীদের উপজেলা দেবীদ্বারে কুমিল্লায় জানাযা থেকে ফেরার পথে ইউপি সদস্যকে অপহরণ,কুপিয়ে হত্যা সড়ক দূর্ঘটনয় দেবীদ্বারের প্রবাসী নিহত, নিখোঁজ সন্তানকে নিতে এসে মাসহ আহত ৫ কুকুরের সঙ্গে বিমানের ধাক্কা,রক্ষা পেল ৭২ যাত্রী কুমিল্লায় পায়ের আঙুলে ফিরে পেলেন হাতের বৃদ্ধাঙ্গুল কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি গ্রেফতার মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১২

আদমদীঘিতে রক্তদহ বিলের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৬৭ বার দেখা হয়েছে

মিরু হাসান স্টাফ রিপোর্টার

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলের নির্মাণাধিন ব্রিজের থাকায় এই অঞ্চলের প্রায় ১০/১২ টি গ্রামের মানুষ প্রবল ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে প্রায় দু’সপ্তাহ ধরে। সাঁকোর নিচে প্রবল পানির স্রোত। সেই সাঁকো দিয়ে এইচএসসি পরীক্ষার্থী, শিশু, বৃদ্ধসহ নানা শ্রেণির মানুষ চলাচল করছে। এলাকাবাসি বলছেন, যেকোন সময় এখানে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কয়েকদিনের বৃষ্টিতে সাঁকোটি আরো ঝুঁকির সৃষ্টি হয়েছে। এটি চলাচালের একদম অনুপোযোগি বলে জানালেন পথচারীরা। জানা গেছে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ঐতিহাসিক রক্তদহ বিলের মূল খালের উপর ২০০৬ সালে সড়ক ও জনপদের তত্ত্বাবধানে ৬০.৯৬ মিটার দৈর্ঘ্যের একটি স্ট্রিল ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু কিছুদিন পর সেই ব্রিজের পাটাতন খুলে যাওয়া ও অনান্য কারণে ব্রিজটি চলাচলে অনুপযুক্ত হয়ে পড়ে। এই ব্রিজটি চালুর প্রায় ২০ বছর পর বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সেই স্থানে আরেকটি উন্নত মানের আরসিসি ব্রিজের ( ঢালাই সেতু) কাজ শুরু হয়েছে। কিন্তু প্রবল পানির স্রোতের কারণে ব্রিজটি নির্মাণে সমস্যা দেখা দিয়েছে। সেই স্থানের পাশ দিয়ে আরেকটি বিকল্প সড়ক নির্মাণ করতে শুরু করে,যেটি পানির স্রোতে ভেঙে গেছে। পানির যেখানে প্রবল স্রোত সেই স্থানে ঠিকানার প্রতিষ্ঠান একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে, যা চলাচলে অনুপোযোগি।
সরজমিন গতকাল ঐ সাঁকোর স্থানে গিয়ে দেখা যায় প্রবল পানির স্রোতের উপর দিয়ে সদ্য নির্মিত সাঁকোর উপর দিয়ে কিছু মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। সেই স্থানে একটি নৌকার ব্যবস্থা আছে। কিন্তু অনেক মানুষের জন্য এবং প্রবল স্রোতের জন্য মানুষ সিটি ব্যবহার করতে চাচ্ছে না। আদমদীঘি ইউনিয়নের করজবাড়ি গ্রামের বাসিন্দা শিক্ষক নূর ইসলাম জানান সেই ভাঙ্গাচোরা সাকো চলাচলে অনুপোযোগি হওয়ার কারণে আমি অসুস্থ অবস্থায় ও ডাক্তার দেখানোর জন্য টমটম করে যাওয়ার জন্য মাত্র ৫ দিনে ৩০০০ টাকা আমার খরচ হয়েছে। দমদমা গ্রামের বাসিন্দা সাজেদুল ইসলাম চম্পা জানান, আজ প্রায় ১০/১২ দিন হলো এখানে প্রায় অচলাবস্থা একটা ভাঙ্গা সাঁকোর কারণে। ঠিকাদার অথবা সওজের কাউকে এখানে আমরা দেখতে পাচ্ছি না। বিষয়টি দুঃখজনক। এখানে অবস্থানরত সেই ব্রিজের ঠিকাদারের ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, প্রচন্ড পানির স্রোতের কারণে ব্রিজের কাজ বিলম্ব হচ্ছে। আর যে সাঁকো করা হয়েছে, সেটিও পানির স্রোতে নষ্ট হয়ে যাচ্ছে। বগুড়া সওজ অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে রক্তসহ বিলের উপর যে ডালাই ব্রিজ হচ্ছে সেটি তৈরি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিনুল হক প্রাইভেট লিমিটেড। এটি খরচ ধরা হয়েছে প্রায় ৭ কেটি টাকা। আগামী ২০২৪ সাল পর্যন্ত এটির তৈরির শেষ মেয়াদ। এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, ব্রিজটি আমরা দ্রুত করে ফেলবো। তাহলে এলাবাসীর কষ্ট স্থায়ীভাবে দূর হবে। বর্ষা মৌসুমের প্রবল পানির স্রোতে আমাদের তৈরি ডাইভারেশন সড়কটিও ভেঙে গেছে। এ জন্য বাঁশের সাঁকোটি তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেটি যেন আরো মজবুতভাবে করা হয়, সেটি আমি দেখবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০