1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

Translate in

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

এইচ এম সাগর,খুলনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়। ১৪ ফেব্রুয়ারি(মঙ্গলবার)সকালে টস জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যাটিংয়ে পাঠায় খুলনা বিশ্ববিদ্যালয়। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে খুলনা বিশ্ববিদ্যালয় ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে অধিনায়ক আমিন খান সর্বোচ্চ ৮৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়। এদিকে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড.মাহমুদ হোসেন। এক বার্তায় তিনি দলের খেলোয়াড়,অধিনায়ক,টিম ম্যানেজার এবং শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক প্রফেসর ড. আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। সাফল্যের এই ধারা অব্যাহত রেখে খুলনা বিশ্ববিদ্যালয় টিম ফাইনাল খেলায় বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুরূপ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.মোসাম্মাৎ হোসনে আরা,ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০