1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

খুলনায় ট্রা‌কের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৫ বার দেখা হয়েছে

এইচ এম সাগর হিরামন খুলনা

খুলনায় ট্রা‌কের ধাক্কায় ‌মোটরসাইকেল আরোহীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার সকাল পৌ‌নে ৯ টার দি‌কে নগরীরর আড়ংঘাটা বাইপাস সড়‌কে দুর্ঘটনার শিকার হ‌য়ে ওই আরোহীর মৃত‌্যু হয়।
অপর‌দি‌কে এ ঘটনায় অপর আরও এক আরোহী গুরুতর আহত হ‌ওয়ায় তা‌কে ঢাকায় প্রেরণ করা হ‌য়ে‌ছে। মৃত আরোহী দিঘ‌লিয়া উপ‌জেলার লা‌খোহা‌টি গ্রা‌মের মোঃ না‌সিম চৌধুরীর ছে‌লে ‌মিঠুন‌ চৌধুরী। আহত ব‌্যক্তি হ‌লেন একই এলাকার রেজাউল শে‌খের ছে‌লে মোঃ মামুন। হাসপাতাল সূ‌ত্রে জানা যায়,মোটরসাইকেলযো‌গে মিঠুন ও মামুন আড়ংঘাটা বাইপাস সড়ক হ‌য়ে মেইন রাস্তায় ওঠার চেষ্টা ক‌রে। এ সময় বিপরীত দিক থে‌কে আসা দ্রুতগামী এক‌টি ট্রাক তা‌দের মোটরসাইকেল‌কে ধাক্কা দি‌লে তারা রাস্তার ওপর প‌ড়ে যায়। তারা মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায়। পরবর্তী‌তে চি‌কিৎসাধীন অবস্থায় সকাল সা‌ড়ে ১০ টায় মিঠু‌নের মৃত‌্যু হয়। অপর আরোহী মামু‌নের অবস্থা গুরুতর হওয়ায় তা‌কে ঢাকার উদ্দে‌শ্যে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০