
এইচ এম সাগর (হিরামন) খুলনা
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে ইতিমা মন্ডল কর্তৃক খুলনার সুরঞ্জন সুতারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি ২৩) সকালে উপজেলার নিজখামার মহাসড়কের উপর এলাকাবাসী কর্তৃক আয়োজিত উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয় শতশত নারী ও পুরুষ সহ সাধারণ জনতা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত জনতা সড়কে ঝাড়ু মিছিল করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,বটিয়াঘাটা উপজেলার ও হরিণটানা থানার নীজখামার এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী ও দানবীর সুরঞ্জন সুতার এর বিরুদ্ধে ইতিমা মন্ডল ঢাকায় যে সাংবাদিক সম্মেলন করেছে,আমরা ঝাড়ু মিছিলের মাধ্যমে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিবাদ সমাবেশে সুরঞ্জন সুতার তার বক্তব্যে বলেন,এলাকার একটি জমিজমা সংক্রান্তের জের ধরে ইতিমা আমার নামে বিভিন্ন ভূয়া ভিত্তিহীন অপপ্রচার করছে। এই ইতিমা নামের মেয়েটি ঢাকায় চলচ্চিত্র জগতে সে একজন মডেল তারকা হিসাবে নিজেকে পরিচয় দেয়। মেয়েটি আমার পাড়া-প্রতিবেশী দাদার মেয়ে। সে সমাজের বিভিন্ন জায়গায় যেয়ে আমার নামে বিভিন্ন আজে বাজে মন্তব্য করছে। আমাকে সে মিথ্যা দোষারোপ করছে যে,আমি নাকি তার বাবাকে ও তার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছি তাদেরকে ভিটা ছাড়া করছি। তার এই মন্তব্য গুলি কতটুকু সত্য এটা দেখার দায়িত্ব প্রশাসন ও মিডিয়া কর্মীদের। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন সত্যি কারের দোষীকে নির্ণয় করে তারপর তাকে সাজা দেওয়া হক। আমি উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিক শেখ, ৩নং ওয়ার্ড মেম্বার গৌরাঙ্গ হালদার,পুলিশিং কমিটি সভাপতি সুধাংশু রায়,অশোক রায়,আব্দুর রহমান শেখ,মোহাম্মদ নজরুল শেখ,খোকন হালদার,অরূপ মন্ডল,অমুল্য সুতার,কামরুল সানা,অনামিকা গোল,শামলী মহুমদার,শিউলী মন্ডল,উজ্জলা মহলদার,দিপা বিশ্বাস,অর্চনা দাস,ফুলমালা বাড়ই,পরিনীতা মডল,পবিত্র মজুমদার,সুশান্ত মহলদার,অশোক গোলদার, রাম গোলদার, বলাই গোলদার,ফনীভূষণ বাড়ই,কাতিক মন্ডল,অরুন বিশ্বাস,অবনী মন্ডল,রাজন মজুমদার আরো অনেকে।