1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে বড় কোন সংকট তৈরি না হলে ফ্রেব্রুয়ারীতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি- রুহুল কবির রিজভী নোয়াখালীতে চা খেয়ে ফেরার পথে ৩ বন্ধুর মৃত্যু রাজধানীতে আবারও ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ৪ ডিসেম্বর দেবীদ্বার হানাদারমুক্ত দিবস দেবীদ্বারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য (বিএনপির) দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা টিভির কুমিল্লা বুরো প্রধানকে হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন শক্তিশালী ভূমিকম্প কাপল সারা দেশ, ঢাকায় নিহত- ৩ দেবীদ্বারে মাদক কারবারী আটক করতে গিয়ে ডিবি- স্থানীয়দের সংঘর্ষে আহত-১২ ট্রেনের নিচে আতশবাজি বিস্ফোরণ; রক্ষা পেল শতাধিক যাত্রী কুমিল্লায় তিন যানের সংঘর্ষে নিহত তিন, আহত পাঁচ

বটিয়াঘাটায় সড়ক দূর্ঘটনায় দুটি পরিবার চরম মানবেতর জীবন যাপন করছে! থানায় অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৪২৭ বার দেখা হয়েছে

এইচ এম সাগর(হিরামন) খুলনা ব‍্যুরো

সড়ক দুর্ঘটনায় আহত সামিদুল ফকির ও নির্মল সরকারের অবস্থা আশঙ্কাজনক। চরম মানবেতর জীবন যাপন করছে দুটি পরিবার। এদিকে ঘাতক মোটরসাইকেল চালক পালিয়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। ভুক্তভোগী আহত সামিদুল ফকিরের বাড়ি বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া বাজারে। সে বাংলালিংক কোম্পানির কর্পোরেট অফিসার। অন‍্যজন উপজেলার রায়পুর টাকিমারী গ্রামের নির্মল সরকার। সে দিনমজুর। গত ৩ জানুয়ারি ২৩ তারিখ সামিদুল ফকির বাদী হয়ে বটিয়াঘাটা থানায় গাড়িচালক মিনারুল গাজীর বিরুদ্ধে এক লিখিত অভিযোগ দায়ের করেন। মটরসাইকেল চালক মিনারুল গাজির পিতা খলিল গাজী। তার বাড়ি পাইকগাছা উপজেলার হরিনখোলা গ্রামে। অভিযোগে জানা যায়, সামিদুল ফকির ও রায়পুর এলাকার নির্মল সরকার গল্লামারী থেকে উক্ত মিনারুল গাজীর মোটরসাইকেল ভাড়ায় তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তায় মোটরসাইকেল চালক একহাতে গাড়ি চালাচ্ছিল। অন্যহাতে মোবাইলে কথা বলছিল। গাড়ি চালক কে বারবার বলার সত্বেও সে কোন কর্মপাত করেনা। মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল সে। গত ৩ ডিসেম্বর ২২ বটিয়াঘাটা বারোআড়িয়া সড়কের গাওঘরা মসজিদ মোড় নামক স্থানে আসলে মোটরসাইকেল চালক রাস্তার পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে গাড়িতে থাকা দুইজন রাস্তায় পড়ে যায়। দুর্ঘটনায় দুজনের ডান পা ভেঙ্গে যায় ও তারা গুরুতর রক্তাক্ত জখম হয়। দুর্ঘটনার পরে মটরসাইকেল চালক পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে উভয়ের পরিবারকে খবর দেয় ও তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‍্য পাঠায়। বর্তমান আহত দুই জন চিকিৎসা শেষে তাদের স্ব- স্ব বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। আহত দুজনের পায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন । দুই পরিবারের সদস্যরা বলেন,চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদেরকে। সংসারের আয় রোজগারের একমাত্র ব্যক্তি ছিল তারাই। সামিদুলের স্ত্রী বলেন,সংসারের আয় ইনকামের একমাত্র ব‍্যক্তি ছিলো সে। এখন আমি কি করব,ভেবে পাচ্ছি না। বিষয়টি জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আহত দুই পরিবারের ভূক্তভোগীরা। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০