ভালুকা প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ,ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী রাকিব সিকদার। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
রাকিব সিকদার ২০১৭-১৮ সেশনে আনন্দ মোহন কলেজের মার্কেটিং বিভাগে ভর্তির পর ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন।তিনি ছাত্ররাজনীতির শুরু থেকে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নীতি ও আদর্শ মেনে এবং দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে গিয়েছে।
রাকিব সিকদার বলেন,`মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নিদের্শনা বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যার একজন ক্ষুদ্রকর্মী হয়ে অতীতের ন্যায় ভবিষ্যতে নিজ দায়িত্ব সৎ ও নিষ্ঠার সহিত পালন করে যাবো আর আজীবন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরিতে ভূমিকা রাখবো।আমাকে যথাযথ মূল্যায়ন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ভাই এবং বিপ্লবী সধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য দাদার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।
Notifications