1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধি

সৌদি প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে মৌসুমি (২২) নামে এক নারী গলায় ফাস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। ২১ নভেম্বর( সোমবার) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ।
স্বজনদের সাথে কথা বলে জানা গেছে,
উপজেলার রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন বাচ্চু মিয়ার মেয়ে মৌসুমি ও প্রতিবেশী রব মিয়ার ছেলে আক্তাররে বিয়ে হয় প্রায় ১০ বছর আগে। তাদের ঘরে রয়েছে পাঁচ ও আড়াই বছর বয়সী দুই মেয়ে সন্তান। দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ বিভিন্ন কারণে বিবাদ চলছিলো। এরই অংশ হিসেবে গত ২০ নভেম্বর দিবাগত রাত ১০ টার দিকে দুই মেয়েকে ঘুমে রেখে স্বামীকে ভিডিও কল দিয়ে গলায় ওড়না পেচিয়ে ঘরের বারান্দার আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে মৌসুমী। পরে স্বামী আক্তার হোসেন তার শাশুড়িকে ফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন দরজা ভেঙে মৌসুমির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ জানান,স্থানীয় সূত্রে ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। মৃত্যুর বিষয় একেকজন একেক কথা বলছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০