
আমান উল্যা আমান
চাঁদপুরের ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে দ্বিতীয় পর্যায়ে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার(১৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের চাঁদপুর জেলা কমাণ্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চাঁদপুর জেলা কমাণ্ডার শাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী,মুক্তিযোদ্ধা সংসদের চাঁদপুর জেলা সহকারি কমাণ্ডার মো:মহসীন পাঠান, ইয়াকুব আলী মাস্টার, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদুল্লা তপাদার,মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন এফএফ প্লাটুন কমান্ডার আলী হোসেন ভুইয়া,ডেপুটি কমান্ডার সরােয়ার হােসেন আ: রব শেখ ফরিদগঞ্জ প্রেসক্লাব সহসভাপতি আমান উল্য আমান প্রমুখ। এসময় ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি র্কাড নিতে আসা ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।