
আমান উল্যা আমান
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে অসহায়-দু:স্থপরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ২৫ টি পরিবারের মাঝে ২ বান করে মোট ৫০ বান ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান,সহ সভাপতি আমান উল্যা আমান,আওয়ামী লীগনেতা ফারুক পাটওয়ারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার দায়িত্বরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।