
বিকাশ রায় বাবুল, নীলফামারী
“প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১লা নভেম্বর) সকালে অনুষ্ঠানটির আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর ডোমার।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।এসময় প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষন শুনেন অতিথি বৃন্দ।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম হাবীব মর্তুজা’র সঞ্চালনায় এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাসেম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, শিক্ষক হারুন অর রশীদ প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৩০ জন প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও ৪জন যুবকের মাঝে জনপ্রতি ৫০ হাজার করে মোট ২ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।