1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

বগুড়া শাজাহানপুরে নিখোঁজের দুই দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৯৩ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দু’দিন পর ধানের জমির আইল থেকে চাঁন মিয়া (৫৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত চাঁন মিয়া উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত হাসান মন্ডলের ছেলে।

গত বৃহস্পতিবার(২০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া একটি ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের আইল থেকে লাশ টি উদ্ধার করা হয়।

নিহতের আত্মীয় ও স্থানীয়রা জানিয়েছেন, চাঁন মিয়া গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে সুজাবাদ উত্তরপাড়া এলাকায় এসএসবি ইটভাটা সংলগ্ন একটি জমির আইলে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
ধারণা করা হচ্ছে জমিতে কাজ করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশের নাক-মুখে রক্ত দেখা গেছে বলেও জানান স্থানীয়রা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০