1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১৭ বছর আন্দোলন সংগ্রাম না হলে মাত্র ৩৬ দিনে ফ্যাসিবাদী সরিয়ে দেওয়া সম্ভব হতাে না- এম এ হান্নান  নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই -কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব দেবীদ্বার স্বামীকে খাওয়ালেন ঘুমের ঔষধ পাশে স্ত্রীর রক্তাক্ত মরদেহ কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে ফল বিপর্যয়, কমেছে পাসের হার ও জিপিএ-৫ কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত মুরাদনগরে ট্রিপল মার্ডারের ৮ আসামির ৩ দিনের রিমান্ড কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা কুমিল্লায় ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা

বাঞ্ছারামপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিশাল শোভাযাত্রা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৩৮ বার দেখা হয়েছে

মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া

১২ রবিউল আউয়াল প্রিয় নবী রাসুল (সাঃ) এর দরার বুকে শুভ আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা চত্তরে আলোচনা সভা ও বিশাল সমাবেশ শোভাযাত্রা র‍্যালী ও জশনে জুলুছ বাঞ্ছারামপুর গাউছিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সকল ঈদের সেরা ঈদ,ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম। এ উৎসবে অংশ নিতে বাঞ্ছারামপুরের প্রত্যন্ত অঞ্চল পাড়া-মহল্লা থেকে ব্যানার ফেস্টুন অটোরিকশা অটোগাড়ী নিয়ে অংশ নেয়। সকাল থেকে নবীর প্রেমিকেরা সুর আর ছন্দে ইয়ানাবি সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা,তলা আল বাদরু আলাইনা,বালাগাল উলা বি কামালিহি, নূর নবীর আগমন শুভেচ্ছার স্বাগত এবং তৌহিদ ও রিসালাতের ধ্বনিতে মন মুগ্ধকর পরিবেশ হয়ে ওঠে বাঞ্ছারামপুরে নবী প্রেমিকদের এক মিলনমেলা।
গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ বলেন আমরা নবী প্রেমিক সুন্নি মুসলমান। আজকে নবীর শানে এবং মুহব্বতে আমরা এখানে এসেছি রাসুল (দ.)-এর সুন্নতকে জিন্দা করতে। আমরা ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হানাহানি চাই না। এ দেশ পীর-আউলিয়া-অলি আল্লাহর দেশ। এদেশের মুসলমান শান্তি-শৃঙ্খলা ধর্মীয় আদর্শে লালিত হয়ে পীর-মাশায়েখদের অনুসৃত পথে চলছে। তাঁদের উত্তরসূরীরা সুন্নিয়তের ঝাণ্ডা নিয়ে দেশ-দেশান্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। এদেশে যত মত তত পথের লোকেরাই যার যার অবস্থান থেকে তাদের ধর্মীয় অনুভূতি পালন করবে। এতে কেউ যদি কারো প্রতি কটাক্ষ করে তার বিরুদ্ধে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। পীর মাশায়েখ আছে। তাদের খানকা থাকবে, মসজিদ থাকবে। তালিম-তরবিয়ত থাকবে। তাদের আদর্শ থাকবে। তিনি আরো বলেন, প্রিয় নবীজির (সা.) শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুস করেছিলেন,যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত। এ ছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে, এ জুলুছ নতুন কিছু নয়। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করায় সরকার সহ দেশবাসীর প্রতি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আরোও বলেন,আজকের র‍্যালী সমাবেশে প্রমাণ করে আমরা যারা এসেছি,সবাই নবী প্রেমিক। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের মানবতা শিক্ষা দিয়েছে। সে মানবকল্যাণে আজকে সারাদেশে পীর-মাশায়েখরা এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সে কারণেই আজ সারা বাংলাদেশের ন্যায় নবীপ্রেমিকারা ঐক্যবদ্ধ হয়েছেন।
এসময় উপস্হিত ছিলেন বাঞ্ছারামপুর গাউছিয়া কমিটির সভাপতি মো.আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক মুফতি মো.আব্দুল ওয়াদুদ আল-ক্বাদরী, দাওয়াতুল খায়ের বিষয়ক সম্পাদক মুফতি মো.ইব্রাহীম খলিল আল-ক্বাদরী , দপ্তর সম্পাদক মুফতি মো.দীন ইসলাম আল-ক্বাদরী,
প্রচার সম্পাদক মাও. মো.উসমান গনি আল-ক্বাদরী,সহ-প্রচার সম্পাদক
হাফেজ নুরমোহাম্মদ আল-ক্বাদরী,উপজেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি মো.ইদ্রিস মিয়া কন্টেকটার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০