
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামে চকের বাড়ি
আল-মদিনা নামে নবনির্মিত মসজিদটিতে মাগরিবের নামাজ আদায় করে উদ্বোধন করা
হয়েছে। রোববার সন্ধ্যায় সাতমোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ওই মসজিদটি
উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান
অতিথি ছিলেন,পান্নারপোল কানযুম উলুম মাদরাসার মোহতামিম মাওলনা মোঃ গিয়াস
উদ্দিন।
আনন্দে উৎফুল্লিত স্থানিয়রা জানায়, যুগ যুগ ধরে ঐ এলাকার মানুষ একটি মসজিদ
এবং কোমলমতি শিশুদের ধর্মিয় শিক্ষার জন্য মক্তবের অভাব বোধ করছিলেন। সে অভাব দুর করতে
এগিয়ে আসেন মানবিক সংগঠন সাতমোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ। প্রথম তারা
এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছ থেকে এক খন্ড জমি সংগ্রহ করে স্থানিয়দের সহযোগিতায়
মসজিদের কাজ শুরু করে। অক্লান্ত পরিশ্রম আর মেধা দিয়ে সে জমির উপর অল্পকিছু দিনের
মধ্যে মসজিদটি তৈরী করে সংগঠনটির সদস্যরা। এখন থেকে শিশুদের ধর্মিয় শিক্ষা ও
মুসল্লিদের ওয়াক্ত নামাজ আদায়ে কোন অসুবিধা হবে না।
সাতমোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মোজাম্মেল হক বলেন,
এখানকার বসতিরা ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে অনেক দুর যেতে হতো। এলাকার
কৃষিজীবী মানুষগুলো কাজে ব্যস্ত থাকায় সময়ের অভাবে জামাতের সহিত নামাজ আদায়
করতে পারতো না। অপরদিকে কোমলমতি ছোট ছোট শিশুরাও ধর্মিয় শিক্ষা গ্রহন করতে যেত
চাইতো না অতো দূরে। চকের বাড়ি আল-মাদিনা মসজিদটি তৈরীর ফলে মুসল্লিদের জামাতে
নামাজ আদায়ে যেমন সহজ হবে তেমনি কোমলমতি শিশুদের ধর্মিয় শিক্ষা গ্রহনে আর কোনো অসুবিধা থাকলো না।
৮০ বছর বয়সি ইসহাক মিয়া বলেন, রাস্তা নাই দেইখ্যা দূরের মসজিদ গিয়া জামাতো
নামাজ পড়তাম পারি না! অহন বাড়ির দার মসজিদ অইছে আল্লায় দিলে অহন জামাতো নামাজ
পড়তাম পাইরাম। দুরে মক্তব আছিল দেইখ্যা ছুইটকারা (শিশুরা) সুরা কালাম পড়ত না অহন
আল্লার রহমতে অসুবিধা অইত না।
স্থানীয়রা বলেন, সাতমোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ করোনা কালে অনেক সাহায্য
সহযোগিতা করেছে। তা ছাড়া এবারের বন্যায়ও তাদেরকে পাশে পেয়েছি।