1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

নদীতে জোয়ারের পানী বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ রক্ষা ভেড়ীবাধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭১ বার দেখা হয়েছে

এইচ এম সাগর,খুলনা ব‍্যুরো

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গত রবিবার থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। পূর্বাভাস দিয়েছে খুলনা আবহাওয়া অধিদপ্তর। এছাড়া খুলনা জেলাসহ পাশ্ববর্তী এলাকার উপকূলীয় জেলাগুলোতে জোয়ারের উচ্চতা বাড়তে শুরু করেছে। নদীতে জোয়ারের পানী ব‍্যাপক হারে বৃদ্ধির কারনে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

গতকাল বিকালে জোয়ারের পানী ওয়াপদা রাস্তার উপর দিয়ে পানী গড়িয়ে ভিতরে আসতে দেখা গেছে। এর ফলে চলতি আমন মৌসুমে ধানের ব‍্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারনা করা হচ্ছে। পাশাপাশি ধান সহ বাড়িঘরসহ লীজ ঘের পানীতে তলিয়ে যাবে। গতকাল বিকালে বটিয়াঘাটা উপজেলার পার বটিয়াঘাটা এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার উপর দিয়ে পানী ভিতরে প্রবেশ করতে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়,বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম,কক্সবাজার,মোংলা,খুলনা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের ফলে (১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত) খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল থেকে খুলনা জেলার বটিয়াঘাটা সহ বিভিন্ন উপজেলার উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ব‍্যাপক আকারে বৃষ্টি। নদীর পানীর বৃদ্ধির পাশাপাপাশি শুরু হয়েছে বৃষ্টি। ফলে চরম ঝুঁকিপূর্ণর মধ্যে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের রক্ষা ভেড়ীবাধ গুলো। উপজেলায় বিভিন্ন এলাকায় নদীর পানী বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছোট ছোট লীজঘের তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার লক্ষণ দেখা দিয়েছে। নদী ও সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বাংলাদেশ পানী উন্নয়ন বোর্ডের খুলনা নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন,ঝুঁকিপূর্ণ এলাকাগুলো জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে। পানীতে তলিয়ে যাওয়া রাস্তায় বস্তা দিয়ে পানী বন্ধ করা হবে।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সাথে 01322-875531 মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০