
জাকির আহম্মদ জিম শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে কমেছে কাচা মরিচের দাম,দেশজুরে কাচা মরিচের চাহিদা থাকা সত্ত্বেও এবার অনেকটা দাম কমেছে।শুরুতে কেজি প্রতি ১৮০-২০০ টাকা বিক্রি হতো।কিন্তু একন কেজিতে বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা।মরিচের মূল্য কমে যাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পরেছে।বেশি দিনের ব্যাবধান নয় ১ মাস আগেও কাচা মরিচের দাম কেজিতে ১৩০-১৫০ টাকায় বিক্রি হতো। তবুও এ এলাকার কৃষকেরা হাল না ছেরে মরিচ উৎপাদনে সময় দিচ্ছে। মরিচ চাষিদের কাছ থেকে যানা যায়, মরিচের বাজার মূল্য বারবে, সেই আসায় আমরা মরিচ চাষ করবো।