1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

চাঁদপুর পৌরসভায় দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৫৭ বার দেখা হয়েছে

মো: মুছা তপদার :  চাঁদপুর পৌরসভা, ইউকেএইড ও ইউএনডিপির সহযোগিতায় ‘শহরের দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প’ উদ্বোধন করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন।

বুধবার (২৪ আগস্ট) দুপুরের পর শহরের যমুনা রোড এলাকায় প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মো. জিল্লুর রহমান, এলজিইডির যুগ্ম সচিব মাছুম পাটওয়ারী ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

গনমাধ্যমকে দেয়া বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা সংশ্লিষ্ট ও স্থানীয়দের সাথে কথা বলেছি। এর মাধ্যমে শহরের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের জন্য স্থানের গুরুত্ব ও উন্নয়নের সম্ভাব্যতা নিরুপন করতে আলোচনা হয়েছে। আমাদের আশ^াস অনুযায়ি এ কার্যক্রম চালিয়ে যাব। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরণের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির শিক্ষা, চিকিৎসা ও মাটির ব্যবস্থাপনার উন্নয়ন হবে। আশা করছি এখানে আমরা এই প্রজেক্টের মাধ্যমে ভালো কিছু দেখতে পাব।

উদ্বোধন শেষে বিকেলে তিনি শহরের ৭নম্বর ওয়ার্ডের যমুনা রোডসহ আশপাশের দরিদ্র জনগোষ্ঠীর সাথে কথা বলেন।

এই প্রকল্প পরিদর্শনসহ সংশ্লিষ্ট কাজে ব্রিটিশ হাইকমিশনার দুই দিনের সফরে চাঁদপুরে এসেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০