
মিজানুর রহমান মিলন,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ খান (৩৩) কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। মাদক কারবারি আরিফ খান উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গত ২৩ আগস্ট মঞলবার সেনা সরনির সামনে রাস্তার পূর্বপাশ থেকে সন্ধ্যা আনুমানিক পৌনে ৭ টার দিকে শাজাহানপুর থানার এস আই আরিফুল ইসলাম সংগীয় ফোর্স সহ তাকে ৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন। এ সময় তার নিকট থাকা মাদক বিক্রির ৪১৮০ টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জানা যায়, আসামী আরিফ খান একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে এস আই আরিফুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী আরিফকে পাঁচ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আরিফ খান থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।