
মুরাদনগর (কুমিল্লা)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহিলা আওয়ামীলীগ নেত্রী নারী ফোরামের সদস্য ও সাবেক সংরক্ষিত মহিলা সদস্য বীর মুক্তিযোদ্ধা আদম আলীর মেয়ে মোসাম্মৎ মমতাজ বেগম।
সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় উপজেলা প্রাঙ্গণে মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আফজালুন্নেছা বাসিত, মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা বেগম, দিলু আক্তার, চিন্নু বেগম, শিমুল বেগম, শাহনাজ বেগম, কোহিনুর আক্তার, জরিনা বেগম, সালেহা বেগম, শাহিনুর আক্তার, সালমা বেগম, ইয়াসমিন আক্তার, প্রিয়াঙ্কা দেবনাথ প্রমুখ।