
মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের
আয়োজনে কবি নজরুল মিলনায়তনে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। পরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ এর সভাপতিত্বে ও সহকারি
পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন,
সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন
আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা
কবির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা শফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার,
মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ আউয়াল, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির
সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, ফরিদ উদ্দিন প্রমূখ।