1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

কুমিল্লায় সাজাপ্রাপ্ত আসামি আত্মগোপনের ১০ বছর পর গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৬৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি গ্রেফতার এড়াতে গত ১০ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার জাকির হোসেন সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।
ওসি দেবাশীষ চৌধুরী বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। এরপর থেকে গত ১০ বছর ধরে তিনি পলাতক রয়েছেন।
ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম থানার কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০