1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সড়কে শৃংখলা ফেরাতে পাবনার ঈশ্বরদীতে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫৭৫ বার দেখা হয়েছে

পাবনা সংবাদদাতা:

মহাসড়কে শৃংখলা ফেরাতে পাবনায় হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। এছাড়াও মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত অবৈধ যানবাহন ইজিবাইক, চার্জার ভ‍্যান, অটোরিকশা, সিএনজি বন্ধেও অভিযান অব‍্যাহত রেখেছে হাইওয়ে পুলিশ।
জানা গেছে, ঈশ্বরদী- পাবনা আঞ্চলিক মহাসড়ক ও রাজশাহী- কুষ্টিয়া জাতীয় মহাসড়কের প্রায় ৩৬ কিলোমিটার এলাকা পাকশী হাইওয়ে থানার নিয়ন্ত্রণে । গেল এক সপ্তাহে (২৫- ৩১ জুলাই) এসব সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ৭২টি মামলা দেওয়া হয়েছে। এদের বেশিরভাগই হেলমেটবিহীন মোটরসাইকেল চালক বলে জানা গেছে। এতে দুই লক্ষাধিক টাকা জরিমানা আদায় হয়েছে।

হাইওয়ে পুলিশের কর্মকাণ্ড’র প্রশংসা করে পরিবহন মালিক ও শ্রমিকরা বলেন, ছোট ছোট তিন চাকার অবৈধ যানবাহন ও মোটরসাইকেলের অতিরিক্ত গতি মহাসড়কে দূর্ঘটনার একটি অন‍্যতম কারন। আমাদের এ এলাকায় মহাসড়কের পাশে ছোট যানবাহন চলাচলের বিকল্প পথ নেই। স্বল্প দূরত্বে যাতায়াতের জন‍্য পর্যাপ্ত বাস সার্ভিস নাই। এছাড়া বিভিন্ন খাদ‍্য শস‍্য, সবজি ও কৃষি পণ‍্য পরিবহনের অন‍্যতম মাধ‍্যম ইজিবাইক, ভ‍্যান, ট্রলির মত যানবাহন। এমন নানা গুরুত্বপূর্ণ কারনেই এসব যানবাহন মহাসড়কে চলাচল করে থাকে। এদের বিরুদ্ধে প্রতিনিয়ই আইনগত ব‍্যবস্থা নেওয়ার পাশাপাশি নানাভাবে জনসচেতনতা মূলক কার্যক্রমের মাধ‍্যমে তাদের মহাসড়কে চলাচলে নিরুৎসাহিত করছে হাইওয়ে পুলিশের সদস‍্যরা।

সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, এ পথে চলাচলকারী বিভিন্ন ট্রাক থেকে একসময় চাঁদা তুলতে দেখা গেলেও এসব আর চোখে পড়েনা। যানবাহন স্ট‍্যান্ড বা গাড়িতে কোনো যাত্রীর সাথে অপ্রীতিকর ঘটনার খবরও এখন আর পাইনা। দাশুড়িয়া ট্রাফিক মোড় রাজধানী ঢাকাসহ উত্তর- দক্ষিণ- পূর্ব বঙ্গের বিভিন্ন এলাকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ রুট। এখানে ১২টির মত বাস কাউন্টার ও ৫টি স্থানীয় যানবাহন স্ট‍্যান্ড রয়েছে। এ পথে প্রতিদিন বিভিন্ন শ্রেণি পেশার কয়েক লাখ মানুষ চলাচল করে থাকে। হাইওয়ে পুলিশের সদস‍্যরা তৎপরতা অব‍্যাহত রেখেছে বলেই সড়ক দূর্ঘটনা অনেকটাই কমেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কথাও শোনা যায় না।

স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, আগে আমরা ঈদের সময় বিভিন্ন যানবাহন ও পশুবাহী ট্রাকে চাঁদাবাজির খবর পেয়েছি । পাকশী হাইওয়ে থানা পুলিশের তৎপরতায় সেসব বন্ধ হয়ে গেছে। ক’দিন আগেই কোরবানির ঈদ অতিবাহিত হলো, নির্বিঘ্নে চলাচল করতে পেরে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়াও হাইওয়ে পুলিশের একটি বদনাম রয়েছে তারা মহাসড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি করে। তবে পাকশী হাইওয়ে থানা এলাকায় এ ধরনের কোনো অপকর্ম দীর্ঘদিন চোখে পড়েনা। এমনকি বিশেষ নজরদাড়ি করেও পাওয়া যায়নি। মহাসড়কে চুরি- ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধের পাশাপাশি সড়ক দূর্ঘটনা রোধে আইনী পদক্ষেপসহ পাকশী হাইওয়ে থানার নানামুখি জনসচেতনতা মূলক কার্যক্রম বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান‍্যাল জানান, বগুড়া রিজিয়নের মাননীয় পুলিশ সুপার স‍্যারের সার্বিক দিকনির্দেশনায়, তার সুযোগ‍্য নেতৃত্বে আমরা মহাসড়কে চুরি- ডাকাতি, চাঁদাবাজি, যাত্রী ভোগান্তি বন্ধ পাশাপাশি সড়ক দূর্ঘটনা রোধে প্রতিনিয়ত কাজ করছি। সম্প্রতি মহাসড়কে হেলমেটবিহীন চালকের সংখ্যা বেড়েছে। অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেল থাকায় তারা বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছে। অকারনেই দুই তিনজন চেপে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। ফলে প্রতিনিয়তই দূর্ঘটনার আশংকা বাড়ছে। এ ব‍্যাপারে আইনগত পদক্ষেপের চেয়ে সচেতনতা বেশি প্রয়োজন। অপ্রাপ্ত বয়স্কদের হাতে বাইক না দেওয়ার জন‍্য পরিবারের সদস‍্যদের প্রতি অনুরোধ জানিয়ে ওসি আরও বলেন, সড়কে চলাচলের সময় অবশ্যই সকল নিয়মকানুন মেনে সাবধানে সচেতন অবস্থায় গাড়ী চালাবেন।
সড়কে শৃংখলা না ফেরা পর্যন্ত এ অভিযান অব‍্যাহত থাকবে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০