1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন

উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন মুরাদনগর থানার ওসি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৪৯ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ১২ টি
মোবাইল ফোনসেট উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে ওসি’র কার্যালয়ে উদ্ধার করা এসব মোবাইল
ফোনসেট গুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন মুরাদনগর থানার অফিসার
ইনচার্জ (ওসি) আবুল হাসিম।
হারিয়ে ও চুরি যাওয়া ফোনের জন্য করা সাধারণ ডায়েরি সূত্রে ওসি আবুল
হাসিম এর নির্দেশনায় এসব মুঠোফোন উদ্ধার করেন এএসআই(নিরস্ত্র) মোঃ
মঞ্জুর হোসেন। হারানো মুঠোফোন হাতে পেয়ে খুশি মালিকরা।
ফোন ফিরে পেয়ে মুরাদনগর বাজারের ব্যবসায়ী সাগর বলেন, ১৫ দিন আগে আমার
মুঠোফোন হারিয়ে যায়। অনেক খোঁজার পরে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি
করেছিলাম। হারানো ফোনসেটটি হাতে পেয়ে অনেক ভালো লাগছে। পুলিশের এই
তৎপরতায় আমি খুব খুশি।
গৃহিনী সালেহা বেগম বলেন, কিছুদিন পূর্বে ব্যাগ থেকে আমার মোবাইল
সেটটি চুরি হয়ে যায়। পরে থানায় জিডি করেছিলাম। আজ ফোন ফেরত
পেয়েছি। পুলিশের প্রতি আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম বলেন, বিভিন্ন সময়ে
হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জিডির সূত্র ধরে বিভিন্ন এলাকা থেকে তথ্য
প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে ১২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এসব
মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের উদ্যোগ
অব্যাহত থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় মূল্যবান ফোনসেট ব্যবহারের ক্ষেত্রে
সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় এস আই হামিদুল ইসলাম, এএসআই(নিরস্ত্র) মোঃ মঞ্জুর হোসেন
উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০