
মুরাদনগর,কুমিল্লা,প্রতিনিধি।।
কুমিল্লার দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে শুরু হয়েছে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। সব বয়সের মানুষ এ চক্ষু শিবিরে চিকিৎসা সেবা নিচ্ছেন। এর আগে চক্ষু শিবির উপলেক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদ
কমপ্লেক্স মাঠে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রায় চার শতাধিক চক্ষু রোগীকে শুক্রবার দিনব্যাপী
বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণসহ ছানী অপারেশনের জন্য বিকেলে ৪৮ জন রোগীকে
কুমিল্লার চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ ডাক্তারদের
সার্বিক তত্ত্বাবধানে সকালে চক্ষু শিবির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন,

দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান।
জাহাপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ সওকত আহমেদের সভাপতিত্বে সমিতির সহ-
সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
সমিতির সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,
সমিতির প্রকাশনা সম্পাদক ফরিদ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন,
নির্বাহী সদস্য ইয়াছিন মোল্লা, ইউপি সদস্য ইদ্রিস মিয়া, জহিরুল হক ও জসিম উদ্দিন
রাসেল প্রমুখ।